প্রথম বক্তৃতায় ঐক্যের ডাক দিলেন সুনাক
প্রতিদ্বন্দ্বিতার দৌড় থেকে বরিস জনসনের সরে যাওয়া এবং প্রয়োজনীয়সংখ্যক দলীয় এমপির সমর্থন না পাওয়ায় পেনি মরডন্ট ছিটকে পড়ায় ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ভারতীয় বংশোভূত ঋষি সুনাক।
৪২ ব্ছর বয়সী ঋষি সুনাক তার প্রথম বক্তৃতায় বলেছেন, তার দল ও যুক্তরাজ্যকে একত্রিত করাই হবে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’।
সুনাক যুক্তরাজ্যের প্রথম ব্রিটিশ এশিয়ান প্রধানমন্ত্রী এবং দুই শতাব্দীর মধ্যে সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
আশা করা হচ্ছে, মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজা কর্তৃক আনুষ্ঠানিকভাবে নিযুক্ত হওয়ার পর সনাতন (হিন্দু) ধর্মাবলম্বী এই যুবক দায়িত্ব পালন শুরু করবেন।
সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হলেন তিনি। লিজ ট্রাস ক্ষমতা গ্রহণের পর আরও অশান্ত ও সংকট বাড়ে ব্রিটেনে। এর ফলে মাত্র ৪৫ দিনের মধ্যে তিনি পদত্যাগ করতেন বাধ্য হন।
No comments: