বিক্ষোভে উত্তাল চিলি-বলিভিয়া
নানা ইস্যুতে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। জনসংখ্যা ও আবাসন নিয়ে ২০২৩ সালে অনুষ্ঠিত হতে যাওয়া আদমশুমারি পিছিয়ে দেয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বলিভিয়ায়।
এ সময় পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এ ছাড়া চিলিতে নিজেদের ডাকা ৪৮ ঘণ্টার কর্মবিরতি ঘিরে দেশটির ২৩টি বন্দরে বিক্ষোভ করেছেন কর্মীরা। ধর্মঘটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে দেশটির সব বন্দর।
জনসংখ্যা ও আবাসন নিয়ে ২০২৩ সালে অনুষ্ঠিত হতে যাওয়া আদমশুমারি পিছিয়ে দেয়ার প্রতিবাদে স্থানীয় সময় সকাল থেকেই বলিভিয়ার রাজধানী লা পাজে জড়ো হতে থাকে সাধারণ মানুষ। একপর্যায়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
এ সময় বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরে যেতে নির্দেশ দেয় পুলিশ। তবে নির্দেশ অমান্য করে রাস্তায় অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকলে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এ সময় আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী।
আরও পড়ুন: ইরানের বিক্ষোভে শামিল জার্মানি
একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে বিক্ষোভকারীরা। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। অন্যদিকে ভালো কর্মপরিবেশের দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছেন চিলির ২৩টি বন্দরের সাড়ে ৬ হাজার কর্মী।
বুধবার সান আন্তোনিও বন্দরের প্রবেশপথে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন কর্মীরা। কোনো কোনো বন্দরে ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করে রাখেন তারা। এ সময় নিজেদের দাবির পক্ষে স্লোগান দেন বন্দর কর্মীরা।
৪৮ ঘণ্টার ধর্মঘটের পরও সরকার দাবি না মানলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা।
Tag: English News others world
No comments: