সাইফ খানের সঙ্গে জুটি বাঁধলেন নিপুণ
রুপালি পর্দায় নয়, একটি বিজ্ঞাপনে আবারও একসঙ্গে জুটি হিসেবে দেখা যাবে সাইফ খান ও নিপুণকে।
ঢাকার উত্তরায় একটি শুটিং হাউসে ফিল্ম ডিরেক্টর উত্তম আকাশ পরিচালিত ইস্টান টিউব ও ইস্টান এলইডি বাল্ব-এর বিজ্ঞাপনে দেখা যাবে এ দুই তারকাকে।
নিপুণ আক্তার ও সাইফ খান জানান, বিজ্ঞাপনটিতে রয়েছে চমৎকার একটি জিঙ্গেল। সেই সঙ্গে রয়েছে অসাধারণ দৃশ্যায়ন। সব মিলিয়ে দর্শকের ভালো লাগবে নতুন এ বিজ্ঞাপনটি।
আরও পড়ুন: অভিনয় তাহসানের, কণ্ঠ নিপুণের?
উল্লেখ্য, সাইফ খানের প্রথম সিনেমা ‘বন্ধু মায়া লাগাইছে’-তে নায়িকা ছিলেন নিপুণ আক্তার। তাই অনেক দিন পর ছবির প্রথম নায়িকা নিপুণের সঙ্গে কাজ করে আলাদা একটা ভালোলাগা কাজ করেছে সাইফ খানের।
নতুন এই বিজ্ঞাপনটির দৃশ্যায়ন শেষ হয়েছে। খুব দ্রুতই এডিটিং, কালারসহ বাকি কাজ শেষ করা হবে। আর তারপরই বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।
Tag: Entertainment
No comments: