সিসি ক্যামেরা দুষ্কৃতকারীদের শত্রু : ইসি হাবিব
সিসি ক্যামেরা দুষ্কৃতকারীদের শত্রু : ইসি হাবিব
ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা নির্বাচনে দুষ্কৃতকারীদের শত্রু, আর ভালোদের জন্য মিত্র হিসেবে কাজ করে। ভসিষ্যতে আমরা স্থানীয়, জাতীয় ও উপনির্বাচনগুলোয় সিসি ক্যামেরা ব্যবহার করব।
সোমবার (২৪ অক্টোবর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মো. আহসান হাবিব খান বলেন, নির্বাচন কমিশনে (ইসি) দায়িত্ব নেওয়ার পর আমরা চাপে ছিলাম না। সত্যিকার অর্থেই স্বাধীনভাবে সব কর্মকাণ্ড পরিচালনা করছি। সিসি ক্যামেরা ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে সুফল পেয়েছি। আমরা চিন্তা করছি আসন্ন পৌরসভা নির্বাচনগুলোতেও ইভিএম ব্যবহার করব।
তিনি বলেন, যাদের অসৎ উদ্দেশ্য আছে তারা সিসি ক্যামেরা অ্যাভয়েড করেন। আবার কেউ কেউ মনে করেন, সিসি ক্যামেরা প্রাইভেসি নষ্ট করছে।
আহসান হাবিব খান আরও বলেন, বাজেট প্রাপ্যতা সাপেক্ষে আমরা জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করব। অতীতে যেমন এর সুফল পেয়েছি ভবিষ্যতেও পেতে চাই। আমরা ভালো নির্বাচন উপহার দিতে চাই।
Tag: English News politics
No comments: