সিত্রাংয়ের প্রভাবে রাজধানীতে জলাবদ্ধতা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীর বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) ভোর থেকে শুরু হয় বৃষ্টিপাত।
সরজমিনে দেখা গেছে, অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা, রাস্তায় গাছ ভেঙে পড়া, পানিতে গাড়ি বিকল হওয়ার পাশাপাশি নগরীর সিগন্যালগুলোতে পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ না থাকায় অনিয়ন্ত্রিতভাবে যান চলাচল করছে বলে অভিযোগ নাগরিকদের।
পল্টন থেকে থেকে বিকেল চারটায় রওনা হয়ে সাড়ে ৭টায় মহাখালী পৌঁছেছেন ব্যাংকার ইয়াসির আলম। বনানীর বাসায় কয়টায় পৌঁছাতে পারবেন তা নিয়ে শঙ্কায় তিনি।
আরও পড়ুন: সিত্রাংয়ে প্রভাবে রাজধানীতে ভেঙে পড়ল গাছপালা
তিনি জানান, ‘জায়গায় জায়গায় পানি জমে আছে। গাড়ি যেন সামনে যাচ্ছিলই না। আড়াই ঘণ্টায় কারওয়ান বাজার এসেছি। বাকিপথ যেতে কত সময় লাগবে বুঝতে পারছি না।’
রামপুরা থেকে কলাবাগানে এসেছেন মো. মাহবুব। তিনি বলেন, আমার তিন ঘণ্টা সময় লেগেছে। প্রায় সব সড়ক পানিতে ডুবে আছে। গাড়িতে বসে থাকতে থাকতে অসুস্থ হয়ে গেছি।
ট্রাফিক উত্তরা পূর্ব জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম বলেন, পানি জমাটাই মূল সমস্যা। পানির কারণে আব্দুল্লাহপুর বিমানবন্দর সড়কে সন্ধ্যায় তীব্র যানজট ছিল।
Tag: English News politics
No comments: