অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে সুপার টুয়েলভ
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে সুপার টুয়েলভ
ছবি : ক্রিকইনফো
টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আজ থেকে শুরু হচ্ছে অষ্টম আসরের সুপার টুয়েলভ পর্ব। সুপার টুয়েলভে গ্রুপ-১ এ জয় দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করতে মরিয়া বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও গতবারের রানার্স-আপ নিউজিল্যান্ড।
তবে বড় দুশ্চিন্তার কারণ আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তরের ভাষ্য অনুযায়ী ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টির।
শনিবার (২২ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ম্যাচ ।
সংযুক্ত আরব আমিরাতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ৮ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো সংক্ষিপ্ত ভার্সনের শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। প্রথমবার ফাইনালে উঠে শিরোপা জয়ের স্বপ্ন চুরমার হয় নিউজিল্যান্ডের। ওই আসরের দুই ফাইনালিস্টদের নিয়ে এবার বিশ্বকাপের মূল লড়াই শুরু হচ্ছে।
No comments: