ইমরান খানের ডাকা লংমার্চের জন্য প্রস্তুত লাহোর
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা লংমার্চের জন্য প্রস্তুত লাহোর। শুক্রবার (২৮ অক্টোবর), রাজধানী অভিমুখে শুরু হবে পদযাত্রা। খবর দ্য ডনের।
এর আগে, গত মঙ্গলবার (২৬ অক্টোবর, আগাম নির্বাচনের দাবিতে লংমার্চের ডাক দেন পিটিআই প্রধান। ইমরান খান বলেন- শুধু দলীয় নেতাকর্মীরাই নন, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে যোগ দিবেন আপামর পাকিস্তানিরাও।
অবশ্য, বিরোধীদের কার্যক্রম ঠেকাতে প্রস্তুত সরকার। রাজধানীর প্রবেশ মুখগুলোয় বসানো হয়েছে ভারী কন্টেইনার। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কমপক্ষে ৩০ হাজার সদস্য।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে, আস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা থেকে সরানো হয় ইমরান খানকে। এরপর থেকেই সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছে তার দল। যদিও আগামী অক্টোবরের আগে ভোট অনুষ্ঠান হবে না- সাফ জানিয়েছে সরকার।
Tag: English News lid news others world
No comments: