রোল করা ফোন আনল মটোরোলা
রোল করা ফোন আনল মটোরোলা
বাজারে এবার ভাঁজ করা ফোনের পরে চলে এলো ফোনকে রোল করার যুগ। আর এ রকম ফোন আনল মটোরোলা। গত বছর যদিও অপ্পো, টিসিএল এবং এলজি এমন ফোনের ধারণা দিয়েছে। সম্প্রতি লেনোভো এমন একটি ল্যাপটপের মডেল প্রদর্শন করেছে।
সূত্রে অনুযায়ী, ফোনটির উচ্চতা থকবে চার ইঞ্চি। কিন্তু ফোনটির বাটনে ক্লিক করলে এর ওএলইডি প্যানেলটি বড় হয়ে ৬.৫ ইঞ্চি আকার ধারণ করবে। আরেকটি ক্লিক করলে এটি আবারও আগের আকৃতিতে চলে আসবে। ফোনটি যেকোনো আকৃতিতেই থাকা অবস্থাতেই ব্যবহার করা যাবে। স্ক্রিনের কনটেন্টগুলোও আকৃতির অনুপাতে ছোট কিংবা বড় হয়ে যাবে। মটোরোলার এ ফোনটি ব্যবহারিক ক্ষেত্রে আরও বেশি কার্যকর। মটোরোলা ইতোপূর্বে রাজার নামে একটি ফোল্ডিং ডিভাইস বাজারে আনে।
ভার্জ জানায়, রোলযোগ্য ডিভাইসটি ভাঁজযোগ্য ডিভাইসের চেয়ে কিছুটা জটিল। জনগণ ফোনটিকে পছন্দ করবে বলেও জানালেন ভার্জ। এ ছাড়া রোল করা স্ক্রিন ফোল্ড করা স্ক্রিনের চেয়ে অনেক বেশি এলিগেন্ট। এখানে ভাঁজ বা দাগ পরার কোনো সম্ভাবনা নেই।
মটোরোলা ইতোপূর্বে রাজার নামে একটি ফোল্ডিং ডিভাইস বাজারে আনে। তবে দুঃখজনকভাবে ফোনটি শুধু চীনে পাওয়া যায়। এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে খুব তাড়াতাড়িই হয়তো ফোনটি বাজারে আসবে বলে মন্তব্য করে ভার্জ
Tag: English News Featured
No comments: