নির্দিষ্ট হকাররা ফুটপাতে বসবে বিকেলে’
মিরপুর ১০ নম্বরে হকারদের জন্য পাইলট প্রকল্প চলছে। সপ্তাহে পাঁচ দিন নির্দিষ্ট হকাররা বিকেল ৪টার পর থেকে ফুটপাতে বসছে। অন্য সময় ফুটপাতে কোনো হকার বসতে পারবে না। পর্যায়ক্রমে পুরো এলাকায় এ ব্যবস্থা চালু করা হবে। হলিডে মার্কেট ও ইভিনিং মার্কেটও পরিকল্পনায় আছে।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘নগর কথা’ অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, হকারদের স্মার্ট ব্যবস্থাপনার আওতায় আনতে পাইলট প্রকল্প নেওয়া হচ্ছে।
‘নিম্নআয়ের মানুষের আবাসন ও নাগরিক সুবিধাসমূহ : প্রেক্ষিত ঢাকা’ শীর্ষক ‘নগর কথা’ অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
Tag: English News politics
No comments: