সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টির আভাস
ফাইল ছবি
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে শনিবার দুপুরের দিকে নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপে পরিণত হলে এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস লঘুচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দরসমূহকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাবধানতার সাথে পর্যবেক্ষণে থাকার নির্দেশনা দিয়েছে। পাশাপাশি মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে গভীর সাগরে যেতে নিষেধ করেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে তা রোববার বা সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে।
তবে ঘূর্ণিঝড় সৃষ্টির আগ পর্যন্ত গতিপথ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব না, জানিয়েছে আবহাওয়া অফিস।
নিম্নচাপের প্রভাবে রোববার থেকে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম দেয়া হয়েছে সিত্রাং।
গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ও উইন্ডির তথ্যানুসারে, খুলনায় আঘাত হানলে ঘূর্ণিঝড় সিত্রাং এর গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
Tag: English News politics
No comments: