ইতালিতে ছুরিকাঘাতে নিহত ১, আর্সেনাল তারকাসহ আহত ৫
ইতালির মিলানে গণ ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া আর্সেনাল ডিফেন্ডার পাবলো মারিসহ আরও অনন্ত পাঁচজন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মিলান শহরের আসাগোর মিলানোফিওরি শপিং সেন্টারে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
এদিকে স্থানীয় প্রশাসনের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, অন্য আহতদের সঙ্গেই আর্সেনাল ডিফেন্ডার পাবলো মারিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই শপিংমলে ৪৬ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে কিছু পণ্য চুরির অভিযোগ উঠে। এ ঘটনায় ক্ষোভে তিনি এই অতর্কিত হামলা চালিয়েছেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে।
Tag: English News lid news world
No comments: