সিডনিতে পৌঁছেছে টাইগাররা, পরের ম্যাচেও বৃষ্টির শঙ্কা
জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ দল। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানে জিতেছে সাকিব আল হাসানের দল। জয় দিয়ে হোবার্টের মিশন শেষে বাংলাদেশ দল এখন অবস্থান করছে সিডনিতে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুর তিনটায় ব্রেট লি এবং গ্লেন ম্যাকগ্রার শহরে এসে পৌঁছেছে টাইগাররা। আজ টিম হোটেল হায়াত রিজেন্সিতে বিশ্রামে থাকবেন সাকিব-লিটন-তাসকিনরা।
ছ
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল নয়টায়।
জানা গেছে হোবার্টের মতো সিডনিতেও বৃষ্টির কবলে পড়তে পারে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি। সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশ-নেদারল্যান্ডসের ম্যাচে হানা দিয়েছিল বৃষ্টি। তবে বৃষ্টি বেশি সময় স্থায়ী না হওয়া কোনো ওভার কাটতে হয়নি।
শঙ্কার বিষয় হলো, বৃহস্পতিবারের এই ম্যাচটিতে রয়েছে বৃষ্টির শঙ্কা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ৭০ ভাগ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিন।
সি!
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক ও উইকেট রক্ষক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার।
Tag: English News games
No comments: