টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ ‘১৬ বলে ৪২ রানের’ ঝড়ে বিশ্বকাপ শুরু
‘১৬ বলে ৪২ রানের’ ঝড়ে বিশ্বকাপ শুরু
ছবি- সংগৃহীত
টি-টোয়েন্টি ক্রিকেট ঠিক কিভাবে খেলতে হয়, সেটিই যেন দেখালেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ এর মূল পর্বের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেই ব্যাট হাতে ঝড় তোলেন অ্যালেন।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এদিন টসে হেরে আগে ব্যাট করতে নামে কিউইরা। অ্যালেন ঝড়েই প্রথম ৪ ওভারেই ৫৬ রান তোলে দলটি। যার মধ্যে ১৫ বলে ৪২ রান করে বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের পক্ষে দ্রুততম ফিফটির অপেক্ষায় ছিলেন এই ওপেনার।
তবে জস হ্যাজলউডের দুর্দান্ত ইয়র্কারে ১৬ বলে ৫টি চার ও ৩টি ছয়ে ৪২ রান করে থামেন অ্যালেন। এর আগে অবশ্য ব্যক্তিগত ২০ রানে প্যাট কামিন্সের বলে অ্যাডাম জাম্পা ক্যাচ মিস করায় একবার জীবন পান এই ওপেনার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ারপ্লে শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৬৫ রান। আরেক কিউই ওপেনার ডেবন কনওয়ে ১৩ বলে ১৯ রানে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক কেন উইলিয়ামসন।
Tag: English News games lid news world
No comments: