সিত্রাংয়ে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি: বরিশাল বিভাগীয় কমিশনার
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের উদ্বেগ-আতঙ্ক কাটিয়ে স্বস্তি ফিরেছে বরিশালে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সিত্রাংয়ে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি: বরিশাল বিভাগীয় কমিশনার
এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন-উল-আহসান। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব আমাদের ওপর কম ছিল, এটি আসলেই একটা শুভ দিক। আর বিভাগের ৬ জেলার চরাঞ্চলের মানুষকে আমরা যথাসময়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে পেরেছিলাম। ফলে জানমালের তেমন কোনো ক্ষতি হয়নি।’
বিভাগীয় কমিশনার বলেন, বরিশাল অঞ্চলের কোনো বাঁধ ভেঙে যাওয়ার ঘটনা ঘটেনি। বাঁধে কিছু দুর্বল জায়গা থাকলেও কোনো ধরনের ক্ষতি হয়নি। তবে ফসলি জমির কিছু ক্ষতি হয়েছে। এ ছাড়া নিম্নাঞ্চলগুলোতে পানি উঠেছে।’
বিভাগীয় কমিশনার আরও বলেন, যদিও পুকুর ও ঘের অতি জোয়ারের কারণে ভেসে গেছে। তাদের ক্ষতির বিষয়টি মৎস্য বিভাগ তদারকি করছে। এ ছাড়া স্বাভাবিক যে ক্ষতিপূরণ আছে, সেই অনুযায়ী তাদের সহায়তা ও পুনর্বাসনের চেষ্টা করা হবে।
বরিশাল আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানান, ঘূর্ণিঝড় সিত্রাং এখন স্থল নিম্নচাপে রূপ নিয়ে দুর্বল হয়ে পড়েছে। বরিশাল অঞ্চলে এখন কোনো সমস্যা নেই।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৩২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত রয়েছে। তবে নদীবন্দরে কোনো সংকেত নেই।
এদিকে ২৪ ঘণ্টা পর অভ্যন্তরীণ ও দূরপাল্লাসহ সব ধরনের লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।
Tag: English News politics
No comments: