ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ইইউ নিষেধাজ্ঞা আরোপ করার পর তেহরান এই পাল্টা ব্যবস্থা নিলো।
এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান তেহরানে ইরানের সর্বোচ্চ মানবাধিকার পরিষদের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে বলেছিলেন, আগামী কয়েকদিনের মধ্যে ইইউর বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও কয়েকজন কর্মকর্তাকে ইরানের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
নিষেধাজ্ঞা দেয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ফ্রেন্ডস অব ফ্রি ইরান, দ্য ইন্টারন্যাশনাল কমিটি ইন সার্চ অব জাস্টিস, স্টপ দা বোম্ব, ডয়চে ভেলে পার্শিয়ান, আরএফআই পার্সিয়ান, ইন্টারন্যাশনাল লীগ অ্যাগেইনেস্ট রেসিজম অ্যান্ড এন্ট্রি সেমিটিজম, কার্ল কল কোম্পানি ও রেইন বায়ার্ন ফারজেবু কোম্পানি।
পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান নিষিদ্ধ তালিকায় পড়া ব্যক্তিদের মধ্যে এই সব প্রতিষ্ঠানের সাথে জড়িত কর্মকর্তারা রয়েছেন। তাছাড়া ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও কয়েকজন সাংবাদিকও রয়েছেন।
Tag: English News lid news others world
No comments: