সামনের দশকেও জ্বালানি তেলের চাহিদা বাড়বে: ওপেক
সামনের দশকেও জ্বালানি তেলের চাহিদা বাড়বে: ওপেক
সংগৃহীত ছবি
দিন দিন বাজারে বাড়ছে ইলেকট্রিক গাড়ির সংখ্যা। সেই সঙ্গে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। তবু আগামী দশকে জ্বালানি তেলের চাহিদা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
ওপেকের সদস্যভুক্ত ১৩টি দেশের মূল আয় হয় তেল বিক্রি করে। ২০৩০ সাল পর্যন্ত এ খাতে বিনিয়োগ অব্যাহত রাখতে পারবে বলে আশা করছে তারা।
২০২০ সালে করোনা মহামারিকালে জ্বালানি পণ্যটির চাহিদা হ্রাস পেয়েছিল। তবে পরিস্থিতি অনুকূলে আসা মাত্রই ব্যবহার বাড়তে থাকে। সামনের দশকেও তা বহমান থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
Google News Channel24 অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গত বৃহস্পতিবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) দাবি করে, পরবর্তী দশকের মাঝামাঝি বিশ্বজুড়ে তেলের চাহিদা কমে যাবে। সেই সঙ্গে সব জীবাশ্ম জ্বালানির চাহিদা শীর্ষে পৌঁছবে। তবে তা প্রত্যাখ্যান করেছে ওপেক।
ওপেকের সূত্র বলছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনে বিশ্বব্যাপী তেল ও গ্যাসের দাম বেড়েছে। এতে স্পষ্ট জ্বালানি সঙ্কট সৃষ্টি হয়েছে। ফলে বিকল্প শক্তির ব্যবহার বাড়লেও তেলের চাহিদা বৃদ্ধি পাবে। বিশেষ করে মহামারি ও যুদ্ধের ধকল কাটিয়ে উঠতে শিল্প কারখানায় জ্বালানি পণ্যটির ব্যবহার বাড়বে।
সূত্র বলছে, আশা করা হচ্ছে; এ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত জ্বালানি খাতে আধিপত্য থাকবে তেল ও গ্যাসের।
Tag: English News lid news others world
No comments: