Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » কিয়েভ অঞ্চলকে নজিরবিহীন বিদ্যুৎবিচ্ছিন্ন রাখার পরিকল্পনা




ইউক্রেনের রাজধানী কিয়েভসহ এর আশপাশের অঞ্চলে নজিরবিহীনভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার পরিকল্পনা নেয়া হয়েছে। বিদ্যুৎ অবকাঠামোয় রুশ হামলার জেরে এ পরিকল্পনায় বাধ্য হচ্ছে ইউক্রেন। স্থানীয় বিদ্যুৎ অপারেটর শুক্রবার (২৮ অক্টোবর) এ কথা জানায়। খবর ডনের। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে আসছে। এতে দেশটির অন্তত ৩০ ভাগ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়েছে। এদিকে দেশটিতে শীতকাল শুরু হতে যাচ্ছে। এ অবস্থায় কর্তৃপক্ষ জনগণকে যতটুকু সম্ভব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কয়েক ঘণ্টা করে কিয়েভসহ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছে। আরও পড়ুন: ‘ডার্টি বোম ব্যবহার করে রাশিয়ার ওপর দায় চাপাবে ইউক্রেন’ বিদ্যুৎ কোম্পানি ডিটেক ফেসবুকে জানিয়েছে, কিয়েভসহ ইউক্রেনের মধ্যাঞ্চলে সম্পূর্ণ ব্ল্যাকআউট (অন্ধকার) ঠেকানোর লক্ষ্যে রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি ইউক্রেনারগো নজিরবিহীন বিদ্যুৎ নিষেধাজ্ঞা চালু করতে যাচ্ছে। ডিটেক আরও বলছে, কর্তৃপক্ষ সামনের দিনগুলোতে আরও ভয়াবহ ও দীর্ঘসময়ের ব্ল্যাকআউট কার্যকর করবে। আরও পড়ুন: রিজার্ভ সেনা সমাবেশ শেষ করার ঘোষণা রাশিয়ার এর আগে ২২ অক্টোবর দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের মিকোলাইভসহ বেশ কয়েকটি শহরের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ৩০টিরও বেশি রকেট হামলা চালায় রাশিয়া। এতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েক লাখ মানুষ। ঘরবাড়ি, দোকানপাটের পাশাপাশি বন্ধ হয়ে যায় ট্রাফিক লাইটগুলোও। কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেকসি কুলেবারের উদ্ধৃতি দিয়ে ডেটেক বলছে, বিদ্যুৎ সরবরাহ অনির্দিষ্টকালের জন্যও বন্ধ করা হতে পারে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply