নরসিংদীতে সম্ভাবনার দুয়ার খুলছে বিদেশি ফল রাম্বুটান
বিদেশি ফল রাম্বুটান চাষে সফলতা পেয়েছেন নরসিংদীর শিবপুরের কৃষক জামাল উদ্দিন। তার এ সফলতা আশা জাগিয়েছে এলাকার অন্যান্য কৃষকদেরও। বাজারে ব্যাপক চাহিদা ও ভালো দাম পাওয়ায় সুস্বাদু ফল রাম্বুটান চাষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন নরসিংদীর অন্য কৃষকরা।
কৃষি বিভাগ জানিয়েছে, সবজি ও নানা ধরনের ফলের পাশাপাশি নরসিংদীতে এবার নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে রাম্বুটান।
স্বাদে-গন্ধে অতুলনীয় রাম্বুটান দেখতে অনেকটা লিচুর মতো। গায়ে কাটাযুক্ত বলে বাইরে থেকে দেখতে কিছুটা কদম ফুলের মতো। কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে লাল বা গোলাপি রঙ ধারণ করে। উপরের খোসা ফেলে দিয়ে ভেতরের অংশটা খেতে হয়।
রাম্বুটানের উৎসভূমি থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া অঞ্চলে। তবে ফলটি এখন নরসিংদীর বিস্তীর্ণ এলাকায় কৃষকদের সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। একসময় লটকন ফল চাষে সফলতা পেয়েছিলেন এ অঞ্চলের চাষীরা।
শিবপুরের অষ্টআনী গ্রামের কৃষক জামাল উদ্দিন জানিয়েছেন, ২০০৬ সালে ব্রুনাই থেকে দেশে ফেরার সময় সঙ্গে নিয়ে আসেন দুই কেজি রাম্বুটান ফল। খাওয়ার পর বাড়ির আঙিনায় বপণ করেন বীজ। চারা গজিয়ে ধীরে ধীরে বড় হয়। ৫ বছর পর অল্প কিছু ফল গাছে ধরলে আশার আলো দেখেন জামাল। অবসান হয় দীর্ঘ অপেক্ষার। পরের বছরগুলোতে ফলন বাড়তে থাকে। বর্তমানে তার ১০টি গাছ রয়েছে। যার মধ্যে ৩টিতে প্রতি বছর ফল আসে।
Tag: politics Zilla News
No comments: