মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত
মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ যাওয়ার পথে পাঁচ আরোহী নিয়ে একটি হেলিকপ্টার ব্রিনচ্যাংয়ের কাছে একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটি পাহাং রাজ্যের ক্যামেরন হাইল্যান্ডসের নিকটবর্তী লোজিং থেকে রওনা করেছিল।
স্থানীয় সময় বুধবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে।
পাহাং পুলিশ প্রধান দাতুক সেরি রামলি মোহাম্মেদ ইউসুফ জানান, খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণের সময় এই বিধ্বস্তের ঘটনা ঘটে। হেলিকপ্টারে থাকা সবাই নিরাপদে আছেন। ব্যক্তিগত মালিকানাধীন হেলিকপ্টারটিতে পাইলট ছাড়াও একজন চিকিৎসক ও চারজন মেডিকেল কর্মকর্তা ছিলেন বলেও জানান তিনি।
আরও পড়ুন: ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্প
তবে পেরাক ও ফায়ার রেসকিউ বিভাগের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, বোর্ডে থাকা তিনজন গুরুতর আহত হয়েছেন এবং অন্য তিনজন হালকা আঘাত পেয়েছেন। তাদের সবাইকে চিকিৎসার জন্য ক্যামেরন হাইল্যান্ডসের নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর ১টার দিকে এয়ারবাস এএস ৩৫৫ এফ-২ হেলিকপ্টারটি ক্যামেরন হাইল্যান্ডসের তানাহ রাতার কাছে এই দুর্ঘটনা ঘটে।
Tag: English News lid news others world
No comments: