৩৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার সাবেক ক্রিকেটার
রাজধানীর উত্তরা থেকে প্রায় ৩৩ হাজার পিস ইয়াবাসহ এরশাদুল হক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২৬ অক্টোবর) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএনসির উত্তর অঞ্চলের উপপরিচালক রাশেদুজ্জামান।
অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এরশাদুল বিবিএ পাস করেছেন এবং কক্সবাজার জেলা ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক।
এ বিষয়ে উপপরিচালক রাশেদুজ্জামান জানান, প্রায় এক মাস আগে এরশাদুলের বিষয়ে তথ্য পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করতে ক্রেতা সেজে অভিযানে নেমে মাঠ পর্যায়ে কাজ করতে হয়। ক্রেতা সেজে দুই হাজার ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করি। পরে ওই দম্পতি জানায়, ইয়াবার একটি বড় চালান নিয়ে মঙ্গলবার রাতে ঢাকায় থাকবেন এরশাদুল। তাদের তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এরশাদুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সরাসরি ডিলারের সঙ্গে যোগাযোগ করে ইয়াবার চালান আনতেন তিনি। দেশে আনার এই কাজটি রোহিঙ্গারা করতেন। রোহিঙ্গাদের নিয়ে তার একটি গ্রুপ রয়েছে, যারা শুধু মিয়ানমার থেকে মাদক চালান এনে এরশাদুলের লোকের কাছে পৌঁছে দেয়।
Tag: politics Zilla News
No comments: