এক সিনেমায় আসছেন আল্লু ও রামচরণ
ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয়তা ভাটার টান পড়েছে বলিউডে। বলিউডে একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়ছে। অন্যদিকে ‘আরআরআর’, ‘পুষ্পা’, ‘কেজিএফ’, ‘বিক্রম’ -এর মতো দক্ষিণি সিনেমাগুলো ব্লকবাস্টার হিট।
nagad-300-250
বিশেষ করে ‘পুষ্পা’ ও ‘আরআরআর’ সিনেমা উপমহাদেশ ও বিদেশের মাটিতেও ঝড় তুলেছে।
এখনও দর্শকেরা মজে আছেন ‘পুষ্পা’ আল্লু অর্জুন ও ‘আরআরআর’ রামচরণে। তাই দক্ষিণি প্রযোজক তথা পরিচালক আল্লু অরবিন্দ এই দুই প্যান ইন্ডিয়া সুপারস্টারকে একসঙ্গে বড় পর্দায় আনার কথা ভাবছেন।
আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ। আর রামচরণ তার বোনের ছেলে। সে অর্থে আল্লুর ফুফাতো ভাই রামচরণ।
জানা গেছে, ইতিমধ্যে ছবির নামও ঠিক করে ফেলেছেন আল্লু অরবিন্দ—‘চরণ-অর্জুন’। এ যেন বলিউড সিনেমা করণ-অর্জুনের মতোই।
অরবিন্দ আশাবাদী, আল্লু অর্জুন ও রামচরণের জাদু সবাইকে আবিষ্ট করবে। কারণ এ মুহূর্তে তারা দুজন ভারতের রূপালি পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন।
No comments: