টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম রাউন্ড পর্ব পেরিয়ে আসা নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়েই আজ সোমবার বিশ্বকাপ শুরু হয়েছে বাংলাদেশের।
nagad-300-250
টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে ২০১৬ সালে একবারই মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।
দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মাত্র ৮ রানে জিতেছিলেন টাইগাররা। এবার বাংলাদেশের বড় প্রত্যাশা নেই।
সেখানে মাত্র একদিন অনুশীলনের সুযোগ মিলেছে। এ বছর মাত্র চারটি টি২০ ম্যাচ জিতেছে বাংলাদেশ।
এর মধ্যে দুটি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। সবশেষ নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচেই হেরেছে বাংলাদেশ।
ব্রিসবেনে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাত্তাই পাননি সাকিবরা। লিটন দাস ও সাকিব টানা কয়েক ম্যাচে ভালো করলেও বাকিদের ব্যর্থতায় ত্রিদেশীয় সিরিজের কোনো ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। বিক্ষিপ্তভাবে পারফরম্যান্সগুলো শুধু হারের ব্যবধানই কমিয়েছে।
Tag: English News games lid news world
No comments: