ছোট বোনকে সঙ্গে নিয়ে মাছ ধরলেন প্রধানমন্ত্রী
ছোটবোনকে সঙ্গে নিয়ে মাছ ধরলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
শত ব্যস্ততার মধ্যেও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে ছোটবোন শেখ রেহানাকে পেলে আনন্দ কয়েকগুণ বেড়ে যায়। তাই তো ছুটির দিনে গণভবনের জলাশয়ে দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। বড়শিতেও ধরা পড়েছে বড় একটি চিতল মাছ।
শুক্রবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুকে পেজে শেয়ার করা তিনটি ছবিতে এমন দৃশ্য দেখা গেছে।
দলের ফেসবুক পেজে শেয়ার করা ছবিগুলোর সঙ্গে একটি ক্যাপশনও দেওয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মধ্যেও মাসের কোনো একটি ছুটির দিন যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য অনেক আনন্দের। বিশেষ করে ছোট বোন শেখ রেহানা থাকলে তো কথাই নেই! দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড়সড় মাছও ধরা পড়ে তাদের বড়শিতে। বাঙালি মানেই মাছে-ভাতে বেড়ে ওঠা এক জাতি। শুভকামনা বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য।
আওয়ামী লীগের ফেসবুকে দেওয়া ওই পোস্টে মাত্র এক ঘণ্টায় ১৬ হাজার মানুষ রিয়্যাক্ট করেছেন। মন্তব্যও পড়েছে ৬০০ এর বেশি। শেয়ার হয়েছে ৭০০ এর বেশি।
এর আগেও ছুটির দিনে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাছ শিকার করতে দেখা গেছে। পরিবারের সদস্যদের নিয়ে ছুটির দিনে তিনি মাছ ধরতে পছন্দ করেন।
Tag: English News lid news national
No comments: