রাশিয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার: ওআইসি
রাশিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি।
nagad-300-250
সংস্থাটির মহাসচিব হুসাইন ইব্রাহিম ত্বাহা সোমবার মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন। খবর তাসের।
হুসাইন ইব্রাহিম ত্বাহা আরও বলেছেন, ওআইসি'র পর্যবেক্ষক সদস্য হিসেবে রাশিয়ার সঙ্গে সংস্থার সব দেশের সহযোগিতা জোরদার করা উচিত। ওআইসি ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।
ওআইসি'র একটি প্রতিনিধিদল গত রোববার থেকে রাশিয়া সফর করেছে।প্রতিনিধিদলটি সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ দেশটির কয়েক জন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাত করেছে।
রুশ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় নিয়ে তারা আলোচনা করেছেন।
ওআইসি মহাসচিব হুসাইন ইব্রাহিম ত্বাহা আরও বলেন, যা ঘটছে তা উপলব্ধি করতে শুরু করেছে গোটা বিশ্ব।
এ অবস্থায় রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব এবং সম্পর্ক উন্নয়নের গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরার উপযুক্ত সময় এসে গেছে
Tag: English News lid news others world
No comments: