Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » পাহাড়সম চ্যালেঞ্জে কংগ্রেসের দায়িত্ব নিলেন খাড়গে




আনুষ্ঠানিকভাবে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতির দায়িত্ব নিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বুধবার (২৬ অক্টোবর) খাড়গের হাতে তুলে দেয়া হয় ‘গ্রান্ড ওল্ড পার্টির’ শীর্ষ পদের দায়িত্ব। এর মধ্য দিয়ে গান্ধী পরিবারের বাইরের কেউ এই প্রথম দলটির দায়িত্ব পেলেন। ছবি: এনডিটিভি দায়িত্ব নেয়ার আগে বুধবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মল্লিকার্জুন খাড়গে। এর আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এদিন আনুষ্ঠানিকভাবে খাড়গের হাতে নির্বাচনের প্রশংসাপত্র হস্তান্তর করেছেন কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীও সেখানে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা বলছেন, খাড়গে এমন একসময়ে দলের দায়িত্ব নিয়েছেন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির কারণে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি কংগ্রেস। তবে সোনিয়া গান্ধী যখন দলের দায়িত্ব নিয়েছিলেন, তখনও দলের অবস্থা খুব একটা ভালো ছিল না। সেই সময় মাত্র ৩টি রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেস। তবে বর্তমান পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। নরেন্দ্র মোদির ঝড়ে গত দুটি লোকসভা নির্বাচনে ভালো ফল করতে পারেনি কংগ্রেস। তাই দলটির নজর এবার ২০২৪-এর লোকসভা নির্বাচনে। তার আগে হিমাচল প্রদেশ, গুজরাট, কর্ণাটক, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, রাজস্থানসহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটও রয়েছে। আরও পড়ুন: কে এই মল্লিকার্জুন খাড়গে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চলমান পরিস্থিতিতে দলকে একজোট করাই হবে নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গের মূল লক্ষ্য। গত দেড় দশকে ভারতজুড়ে বিজেপির যে উত্থান, তাতে আদৌ দলটির সঙ্গে কংগ্রেস রাজনৈতিক লড়াইয়ে পেরে উঠতে পারবে কি না, তা নিয়ে ভারতবাসীর মধ্যে প্রশ্ন রয়েছে । অনেকে মনে করেন, বিজেপির সঙ্গে লড়াইয়ের চেয়ে গান্ধী পরিবারমুক্ত হলেই অস্তিত্ব টিকবে কংগ্রেসের। ১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর ব্রিটিশ-ইন্ডিয়ায় প্রতিষ্ঠা হয় জাতীয় কংগ্রেসের। নবনির্বাচিত মল্লিকার্জুন খড়গে দলটির ৮১তম সভাপতি। এর আগে সোনিয়া গান্ধী সাতবার এবং রাহুল গান্ধী একবার সভাপতি ছিলেন। জাতিগতভাবে দলিত (আগে অস্পৃশ্য বলা হতো) সম্প্রদায়ের সদস্য মল্লিকার্জুন। ৮০ বছর বয়সী এ রাজনীতিকের রয়েছে দীর্ঘ সময়ের জনসম্পৃক্ততা। প্রায় অর্ধশতক ধরে কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত তিনি। মল্লিকার্জুনের জন্ম ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বিদর জেলায়। জেলার ভালকি তালুকের ভারাওয়াট্টিতে ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন তিনি। কিন্তু বেড়ে ওঠেন পাশের গুলবারগা জেলায়। গুলবারগার সরকারি কলেজে ছাত্র ইউনিয়নের নেতা হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন খাড়গে। এরপর ১৯৬৯ সালে তিনি কংগ্রেসে যোগদান করেন এবং গুলবারগা নগর কংগ্রেস কমিটির সভাপতি হন। ১৯৭২ সালে প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হন খাড়গে। সেই সময় কংগ্রেসের কর্ণাটক রাজ্যের প্রধান ছিলেন দেবরাজ উরস। খাড়গেকে গুরমিতকাল আসনে প্রার্থী করেন তিনি। প্রথমবারই জয় পান খাড়গে। এরপর একই আসন থেকে ধারাবাহিকভাবে আরও ৮ বার নির্বাচিত হন তিনি। আরও পড়ুন: বিজেপিকে নিজের চরকায় তেল দিতে বললেন মমতা এ ছাড়া চিতাপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও জয়ী হন খড়গে। ২০১৪-২০১৯ সময়কালে লোকসভায় কংগ্রেস দলের নেতা ছিলেন তিনি। সবশেষ দলের সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply