কড়া ভাষায় ক্ষোভ ঝাড়লেন উপস্থাপিকা সুদীপা
ছোট ছোট বেফাঁস মন্তব্যের জেরে প্রায় সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকেন জনপ্রিয় উপস্থাপিকা সুদীপা চ্যাটার্জি। বলা যায় সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ তিনি।
এদিকে সোশ্যাল মিডিয়ায় তিনি কিছু একটা পোস্ট করলেই তা নিয়ে ট্রোলিং শুরু করে দেন নেটিজেনরা। এর আগেও খাবারের ডেলিভারি বয়কে নিয়ে বিতর্কে জড়িয়েছেন, কখনো শাড়ি, গয়না বা অন্যকোনো বিষয় নিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন। তবে এবার যে তোপের মুখে পড়েছেন তা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।
আরও পড়ুন: সাইফ খানের সঙ্গে জুটি বাঁধলেন নিপুণ
সম্প্রতি তিনি তার স্বামী অগ্নিদেবকে নিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর সে ছবিতে একজন নেটিজেন মন্তব্য লিখলেন ‘বুড়ো ভাম!’ তবে নেটিজেনের এই কটাক্ষ একদমই ভালোভাবে মেনে নেননি সুদীপা। তিনি সবসময়ই এর প্রতিবাদ করেছেন, এবারও তাই করলেন। তিনি এবার বেশ কড়া ভাষাতেই ক্ষোভ ঝাড়লেন সোশ্যাল মিডিয়ায়।
স্বামীকে বুড়ো বলায় উত্তরে সুদীপা লিখেছেন: 'এত লোকে এত কিছু লিখলেন, কেউ কিন্তু একবারও জিজ্ঞেস করলেন না, সুদীপা কী হয়েছে তোমার? আনওয়েল কেন? এর থেকে বোঝা গেল, আমি মরে গেলেও আপনারা আমার চিতায় ফুলের মালা গুনবেন। তাতে খুঁত ধরবেন। বানান ভুল ধরবেন। আমাকে দেখবেন না, তাই তো?’
আরও পড়ুন: দুই দিনের দুনিয়া: সত্যি না রূপকথা?
তবে সুদীপার এই মন্তব্যের পরও নেটিজেনদের ট্রোল করা থামেনি। এতদিন ধরে চলা ট্রোলিংয়ে বেশ হতাশ এই সঞ্চালিকা। সুদীপা সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ হওয়ায় তিনি যখনই সুযোগ পান তখনই নিজের কাটানো সময়গুলো নেটিজেনদের সঙ্গে শেয়ার করেন। সেখানে তিনি কখনো ঘরসংসারের কথা জানান তো কখনো নিজের ছেলের ভিডিও শেয়ার করেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় শাড়ি, গয়না বিক্রি করতে দেখা গেছে তাকে
Tag: Entertainment
No comments: