বিদেশি প্রেমিককে বিয়ে করছেন দক্ষিণী নায়িকা
ভারতের দক্ষিণের অভিনেত্রী নিকেশা প্যাটেল। নিজেই জানালেন খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ‘পুলি’খ্যাত এই নায়িকা এক বিদেশি যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। এবার তার গলাতেই পড়াবেন মালা।
সম্প্রতি প্রেমিকের ছবি প্রকাশ করলেও তার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই অভিনেত্রী। তবে ইনস্টাগ্রামে এক চিট-চ্যাটে নিকেশা জানিয়েছেন, প্রেমিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন এই নায়িকা। খবর টলিউড ডট নেটের।
সোমবার (২৪ অক্টোবর) দীপাবলির বিশেষ দিনটি নিকেশা তার প্রেমিকের সঙ্গে কাটিয়েছেন। তার সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সেই উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন তিনি।
প্যাটেল ভারতে পাড়ি জমান বলিউডে কাজ করার পরিকল্পনা নিয়ে। অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা দেব আনন্দ তার বাবার বন্ধু ছিলেন। প্যাটেল দেব আনন্দর চলচ্চিত্র 'বিউটি কুইন' সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন। তবে নিকেশা সেই সিনেমায় অভিনয় করেননি। পরে তিনি ২০১০ সালের ভারতীয় তেলুগু ভাষার চলচ্চিত্র, পুলিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করে চলচ্চিত্র জীবনে তার আত্মপ্রকাশ ঘটান।
২০১০ সালে তেলুগু চলচ্চিত্র 'পুলি'তে আত্মপ্রকাশ করেছিলেন এবং পরে তেলুগু, কন্নড়, তামিল এবং মালয়ালম চলচ্চিত্রে ৩০টিরও বেশি সিনেমায় প্রধান চরিত্রে কাজ করেছিলেন। নিকেশা এখন লন্ডনভিত্তিক সংস্থা শেলি নর্টনের সঙ্গে কাজ করছেন।
Tag: Entertainment
No comments: