প্রথম ওভারেই কিউই ওপেনার বোলল্ড
ড
চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলংকা।
টেবিল পয়েন্টে দুই দলের ব্যবধানটা এক পয়েন্ট। তবে গ্রুপ-১ এ তাদের অবস্থানের পার্থক্যটা বেশ। দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড, দুই পয়েন্ট নিয়ে শ্রীলংকা আছে পাঁচে।
এমন পরিস্থিতিতে দুপরে সিডনির মাঠে নেমে টসে হারলেন দাসুন শানাকা। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড ক্যাপ্টেন কেইন উইলিয়ামসন।
আর ব্যাট হাতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়েছে কিউইরা। প্রথম ওভারটি করতে থিকসানার হাতে বল তুলে দিলেন শানাকা।
প্রথম তিন বলে ২ রান দিলেন থিকসানা। পরের ডেলিভারিতে কিউই ওপেনার ফিন অ্যালেনের উইকেটই ভেঙে দিলেন তিনি।
থিকসানার সিম ঠিকমতো বুঝতে পারেননি ফিন। কাট করতে গিয়ে পিছিয়ে যান। কিন্তু পরাস্ত হন। অফ-স্টাম্পে আঘাত করে বলটি।
ফিন ফিরলেন ৩ বলে একরান করে।
নিউজিল্যান্ড একাদশ:
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট
শ্রীলংকা একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, লাহিরু কুমারা, কাসুন রাজিথা।
Tag: English News games lid news world
No comments: