‘দামাল’র আগাম টিকেট বিক্রি শুরু
‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমার অগ্রিম টিকিট কেনার ধুম পড়েছিল। এবার আগামী ২৮ অক্টোবর মুক্তির অপেক্ষায় থাকা ‘দামাল’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
দামাল সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে নারায়ণগঞ্জের প্রেক্ষাগৃহ সিনেস্কোপ। সিরাজগঞ্জের রুটস সিনেক্লাবও ঘোষণা দিয়েছে অগ্রিম টিকিট বিক্রির।
সিনেস্কোপের নির্বাহী পরিচালক রবি নিউজবাংলাকে জানান, তারা রোববার বেলা ১১টা থেকে দামাল সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেন। ২৮ ও ২৯ অক্টোবরের ৬০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। সিনেস্কোপোর আসনসংখ্যা ৩৬টি।
রবি বলেন, ‘এ সংখ্যাটা আরও ভালো হবে আশা করছি। সিনেমাটি নিয়ে দর্শক চাহিদা আছে। সে জন্যই কিন্তু আমরা অগ্রিম টিকিটি বিক্রি শুরু করেছি।’
২২ সিটের রুটস সিনেক্লাব কর্তৃপক্ষ সোমবার থেকে দামাল সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। কিছু সময় গেলে তারাও টিকিট বিক্রির কিছু হিসাব দিতে পারবে বলে জানিয়েছে।
No comments: