ইতালিতে কট্টর ডানপন্থিদের উত্থানে শঙ্কায় প্রবাসী বাংলাদেশিরা
কট্টর ডানপন্থি দলের নেতা জর্জিয়া মেলোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর স্থানীয়সহ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। দলটি অভিবাসনবিরোধী হওয়ায় অভিবাসীদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে জটিলতা বাড়বে বলে আশঙ্কা তাদের।
কট্টর ডানপন্থি ‘ব্রাদার্স অব ইতালি’ দলের নেতা জর্জিয়া মেলোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন গত শনিবার (২২ অক্টোবর)। এদিন তার মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন। প্রেসিডেন্ট প্রাসাদ কুইরিনালে শপথ শেষে মন্ত্রীরা রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নিয়ম অনুযায়ী আগামী সপ্তাহে দেশটির পার্লামেন্টের উভয়কক্ষে আস্থা ভোটের মুখোমুখি হবে নতুন এই মন্ত্রিসভা।
তবে কট্টর ডানপন্থি ‘ব্রাদার্স অব ইতালি’ দল অভিবাসনবিরোধী হওয়ায়, নতুন সরকার শপথ নেয়ার পর থেকেই ইতালির জনগণের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অভিবাসন সংক্রান্ত নীতিমালায় কড়াকড়ি আনার পাশাপাশি প্রবাসী নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি নিয়ে জটিলতা বাড়ার আশঙ্কা প্রবাসী বাংলাদেশিদের।
আরও পড়ুন: ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন জর্জিয়া মেলোনি
এ অবস্থায় ইতালিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট নিরসন, বেকারত্ব হ্রাসে নতুন কর্মসংস্থান সৃষ্টি করে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও মাত্তেও সালভিনির দলের সঙ্গে জোট বেধে সেপ্টেম্বরের জাতীয় নির্বাচনে জয় পায় মেলোনির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী দল। এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কট্টর ডানপন্থি সরকার পেল দেশটি।
No comments: