হাইতিতে কলেরায় ৪১ জনের মৃত্যু
হাইতিতে কলেরা দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। মাত্র কয়েক দিনে কলেরা রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে প্রায় দুই হাজারে দাঁড়িয়েছে। মারা গেছে অন্তত ৪১ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার (২৫ অক্টোবর) এ খবর জানিয়েছে।
হাইতিতে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী উলরিকা রিচার্ডসন বলেছেন, কয়েক দিন ধরে কলেরা রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছিল। কিন্তু এখন তা দ্রুত বাড়ছে। সুতরাং পরিস্থিতি অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, কলেরা প্রাণঘাতী হলেও এটি প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য। তবে কলেরা ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে গতি একটি বিষয় হয়ে দাঁড়ায়।
এদিকে হাইতির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরের ১৯ থেকে ২৩ তারিখের মধ্যে কলেরা রোগীর সংখ্যা ৯৬৪ থেকে বেড়ে ১ হাজার ৯৭২ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা ৩৩ থেকে বেড়ে হয়েছে ৪১।
আরও পড়ুন: হাইতিতে হামলায় ২ সাংবাদিক নিহত
জাতিসংঘ মুখপাত্র স্টিফেন দুজারেক বলেছেন, ইউনিসেফের তথ্যমতে, আক্রান্তদের প্রায় অর্ধেক ১৪ বছরের কম বয়সী শিশু।
হাইতি সরকার স্বাস্থ্য ও নিরাপত্তা সংকটের করুণ পরিস্থিতি মোকাবিলায় সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: হাইতিতে ৫ দিনের সহিংসতায় ২৩৪ হতাহত
এ পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের অনুরোধে নিরাপত্তা পরিষদ আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে আন্তর্জাতিক বাহিনী পাঠানোর কথা বিবেচনা করছে।
উল্লেখ্য, দেশটিতে ২০১০ সালে ছড়িয়ে পড়া ভয়াবহ কলেরায় ১০ হাজারেরও বেশি মানুষ মারা গেছে।
Tag: English News lid news others world
No comments: