টি-টোয়েন্টি বিশ্বকাপের অনন্য ৬ রেকর্ড
প্রথম ম্যাচ থেকেই জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সুপার টুয়েলেভের টিকিট নিশ্চিতের লড়াইয়ে শুরুতেই অঘটন ঘটাল নামিবিয়া। শ্রীলংকাকে ৫৫ রানে হারাল দলটি।
nagad-300-250
দ্বিতীয় ম্যাচেও দারুণ লড়াই করলেও শেষ ওভারের নাটকীয়তায় পাঁচ উইকেটে হারাল নেদাল্যান্ডসের কাছে। প্রথম রাউন্ডে টানা দুই জয়ে ‘এ’ গ্রুপ থেকে সুপার টুয়েলভে এক পা দিয়ে রাখল ডাচরা।
আরব আমিরাতকে ৭৯ রানে হারিয়ে সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখল শ্রীলংকা। আমিরাতের বিদায় প্রায় নিশ্চিতের পাশপাশি দুশ্চিন্তায় আছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের এমন অবস্থায় চলুন জেনে আসি এমন কিছু ঐতিহাসিব রেকর্ড, যা অনেকের কাছেই অজানা।
পাঠকের উদ্দেশ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপরে ৫ রেকর্ড দেওয়া হলো -
বিরাট কোহলির রেকর্ড
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে একমাত্র ক্রিকেটার যিনি ২০১৪ ও ২০১৬ সালে পরপর দুবার ম্যান অব দ্য সিরিজ হয়েছেন। এছাড়া বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি ১০টি হাফ সেঞ্চুরি করেছেন।
ক্রিস গেইলের দুর্দান্ত সব রেকর্ড
টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটার ক্যারিবীয় জায়ান্ট ক্রিস গেইল। ক্রিকেটের খুদে ফরম্যাটের বিশ্বকাপে তার দুটি সেঞ্চুরির রেকর্ড রয়েছে। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৭ রানের ইনিংস খেলেছিলেন। এরপর ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি ১০০ রানে অপরাজিত থাকেন।
যুবরাজ সিংয়ের বিশ্বরেকর্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাতারকা হিসাবে যুবরাজ সিংয়ের নাম স্মরণীয় হয়ে রয়েছে। ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে দ্রুততম হাফ সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড করেছেন এ সাবেক ভারতীয় অলরাউন্ডার।
যে রেকর্ড কেবল মহেন্দ্র সিং ধোনি
প্রথম টি- টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একমাত্র ক্রিকেটার, যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচে অধিনায়কত্ব করেছেন। ভারতের সাবেক অধিনায়ক ৩৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। উইকেটের পেছনে সর্বোচ্চ ৩২ বার আউট করার কৃতিত্ব অর্জন করেছেন এমএস ধোনি ।
চ্যাম্পিয়ন ড্যারেন স্যামি
বিশ্বের একমাত্র অধিনায়ক হিসাবে ড্যারেন স্যামি দুবার ওয়েস্ট ইন্ডিজকে চ্যাম্পিয়ন করেছেন। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে প্রথম এবং ২০১৬ সালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ড্যারেন স্যামির দল।
শ্রীলংকা দলের রেকর্ড এবারও অক্ষুণ্ন থাকবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে দল হিসাবে সর্বোচ্চ রানের নজির গড়েছে শ্রীলংকা দল। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে তারা ছয় উইকেট হারিয়ে ২৬০ রান করে। ম্যাচে কেনিয়াকে ১৭২ রানের বড় ব্যবধানে হারায় শ্রীলংকা, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়।
Tag: English News games lid news others world
No comments: