রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, পিএসজি, ম্যানসিটি ও বরুশিয়া ডর্টমুন্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিতের মিশনে আজ মঙ্গলবার মাঠে নামবে ফরাসি জায়ান্ট পিএসজি। সেজন্য হারাতে হবে ম্যাকাবি হাইফাকে।
এই ম্যাচে ম্যাকাবি হাইফাকে আতিথ্য দেবে পিএসজি। মেসি-নেইমাররা দলকে জয় এনে দিতে পারলে ১১ পয়েন্ট নিয়ে পরের পর্ব নিশ্চিত করবে ক্লাবটি। যদি ড্র করে তাহলেও রয়েছে সুযোগ; সেক্ষেত্রে গ্রুপের আরেক ম্যাচে য়্যুভেন্টাসকে হারতে হবে।
এর আগে ম্যাকাবি হাইফাকে ৩-১ গোলে হারিয়েছিল গ্যালতিয়ারের দল। ওই ম্যাচে গোল করেছিলেন মেসি, নেইমার ও এমবাপ্পে। এবার ঘরের মাঠেও ভরসা হবেন এই ত্রয়ী। অন্যদিকে ৩ পয়েন্ট পাওয়া হাইফা সবশেষ ম্যাচে য়্যুভেন্টাসকে দিয়েছে পরাজয়ের স্বাদ।
এদিন গ্রুপ-জি এর হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড। ১০ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে আগেই রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে পা রাখবে পেপ গার্দিওয়ালা শিষ্যরা। দলটির গোল মেশিন আর্লিং হল্যান্ড লড়বেন নিজের সাবেক ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষে। এ ম্যাচেও তার দিকে তাকিয়ে থাকবে ম্যানসিটি।
অপর দিকে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো প্রায় নিশ্চিত করে ফেলেছে ডর্টমুন্ড। ঘরের মাঠে সবশেষ ৬ ম্যাচে অপরাজিত দলটি।
Tag: English News games
No comments: