সিত্রাং সুস্পষ্ট লঘুচাপে পরিণত, কেটে যাবে দুপুর নাগাদ
ফাইল ছবি
ঘূর্ণিঝড় সিত্রাং সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার দুপুরের মধ্যে এটি বিলীন হবে। সকালে রাজধানীর আবহাওয়া অধিদপ্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংস্থাটি জানায়, বাংলাদেশে ১৫ ঘণ্টা ঘূর্ণিঝড় সিত্রাং অবস্থান করেছে। বর্তমানে এটি দুর্বল হয়ে গেছে। ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের প্রভাবে রংপুর ছাড়া সারা দেশে ভারী বৃষ্টি হয়েছে।
এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় বরিশালে, ৩২৪ মিলিমিটার। আর ঢাকায় রেকর্ড করা হয় ২৫৫ মিলিমিটার।
আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম ও কক্সবাজারে ঘণ্টায় সর্বোচ্চ ৭৪ কিলোমিটার বেগে বাতাস বয়ে যায়। সমুদ্রবন্দর সমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে।
সারা দেশে বৃৃষ্টি ও ঠান্ডা বাতাসের কারণে কিছুটা শীত অনুভূত হচ্ছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ার পর আবারও গরম অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
Tag: politics
No comments: