ইসরাইলের তীব্র সমালোচনা করলেন জেলেনস্কি
ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা না করায় ইসরাইলের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইসরাইল ইউক্রেনকে অস্ত্র দিতে অস্বীকৃতি জানানোয় রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সম্পর্ক গড়ে ওঠেছে।
nagad-300-250
সোমবার ইসরাইলি গণমাধ্যম হারেজের আয়োজনে একটি কনফারেন্সে দেওয়া বক্তব্যে জেলেনস্কি বলেছেন, তাদের (রাশিয়া-ইরানের মধ্যে) সখ্যতা গড়ে ওঠত না যদি এই সময়ে আপনাদের রাজনীতিবীদরা (ইসরাইলের রাজনীতিবীদরা) শুধুমাত্র একটি সিদ্ধান্ত নিত। দেখে মনে হচ্ছে বিষয়টি অনেক আগেই নেওয়া হয়েছিল- ২০১৪ সালে, যখন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে তার আগ্রাসন শুরু করেছিল।
তিনি আরও বলেন, রাশিয়াকে ‘অসন্তুষ্ট না করার’ সিদ্ধান্ত, ইউক্রেনকে (অস্ত্র দিয়ে) সহায়তা না করার সিদ্ধান্ত ইরান-রাশিয়ার মধ্যে সম্পর্ক গড়ে ওঠতে সহায়তা করেছে।
এদিকে ইউক্রেনকে অস্ত্র না দেওয়ায় বেশ কয়েকবার ইসরাইলের সমালোচনা করেছেন জেলেনস্কি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরুতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা করছে ইসরাইল। তারা শুধুমাত্র মানবিক সহায়তা দিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নিরপেক্ষ অবস্থান থেকে কিছুটা সরে গিয়ে রাশিয়ার সমালোচনা করেছে ইসরাইলের রাজনীতিবীদরা।
সূত্র: আল জাজিরা
Tag: English News lid news others world
No comments: