হাইড্রো-ইলেকট্রিক প্লান্ট ধ্বংসের পরিকল্পনা রাশিয়ার, জেলেনস্কির সতর্কতা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি অভিযোগ করেছেন, খেরসনের পূর্ব দিকে অবস্থিত একটি হাইড্রোইলেকট্রিক ড্যাম ধ্বংস করার পরিকল্পনা করছে রাশিয়া। এদিকটায় এগিয়ে আসছে ইউক্রেনের সেনারা। অন্যদিকে রাশিয়ার নিযুক্ত কর্মকর্তারা সাধারণ মানুষদের সরিয়ে নিচ্ছে।
nagad-300-250
বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে একটি ভিডিও বার্তায় রাশিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ করেন জেলেনস্কি। তিনি বলেছেন, ড্যামে মাইন পুঁতেছে রুশ সেনারা। এতে করে সোভিয়েত আমলে তৈরি করা ৪০০ কিলোমিটার লম্বা খালটি হুমকির মুখে পরেছে।
এ ব্যাপারে জেলেনস্কি বলেন, রাশিয়ানরা কাকোভকার হাইড্রোইলেকট্রিক প্লান্টে হামলার প্রস্তুতি নিচ্ছে। আমাদের থাকা তথ্য অনুযায়ী, অ্যাগ্রেগেটস এবং কাকোভগা ড্যামে মাইন পুঁতেছে রাশিয়ার জঙ্গিরা।
Tag: English News lid news others world
No comments: