রুশ হামলার পর বিদ্যুৎ ব্যবহার কমাল ইউক্রেন
রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিছু উৎপাদন কেন্দ্র ধ্বংস হওয়ার পর দেশজুড়ে বিদ্যুতের ব্যবহার সীমিত করেছে ইউক্রেন। ছবি : রয়টার্স
রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিছু উৎপাদন কেন্দ্র ধ্বংস হওয়ার পর দেশজুড়ে বিদ্যুতের ব্যবহার সীমিত করেছে ইউক্রেন। শীতের মাসগুলো শুরু হওয়ার আগে দেশটি এ পরিস্থিতির মুখোমুখি হলো।
সরকারি কর্মকর্তারা ও গ্রিড অপারেটর উক্রেনারহো জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ১১টার মধ্যবর্তী সময়ে বিদ্যুৎ সরবরাহ সীমিত থাকবে।
দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন সহকারী বলেছেন, লোকজন বিদ্যুতের ব্যবহার না কমালে ব্ল্যাকআউটের সম্ভাবনাও আছে।
‘ঠাণ্ডা আবহাওয়া শুরু হওয়ার পর আমরা আরও ঘন ঘন আপনাদের সাহায্য চাইতে পারি, এটিও বাদ দিচ্ছি না আমরা,’ বলেছে উক্রেনারহো।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়া গত কয়েকদিন ধরে ইউক্রেনের বিদ্যুৎ ও পানি সরবরাহ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে।
বুধবার নিজের রাত্রিকালীন ভিডিও ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোর নতুন ক্ষতি হয়েছে। আজ শত্রুরা তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধ্বংস করে দিয়েছে।
‘শীত মৌসুমকে সামনে রেখে আমরা সব পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি। অংশীদারদের সহায়তায় আমরা শত্রুর শতভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন গুলি করে ফেলে না দেওয়া পর্যন্ত রাশিয়ার সন্ত্রাস জ্বালানি স্থাপনাগুলোর দিকে ধাবিত হবে বলে আমাদের ধারণা।’
চলতি সপ্তাহের প্রথমদিকে জেলেনস্কি জানিয়েছিলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তাঁর দেশের এক তৃতীয়াংশ বিদ্যুৎ স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের মেয়র গণমাধ্যমে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সাবস্টেশনগুলো মেরামত করতে কয়েক মাস লেগে যেতে পারে
Tag: English News lid news others world
No comments: