ইউক্রেনে ইরানি ড্রোন নিয়ে জাতিসংঘের তদন্ত আহ্বান
ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করছে বলে যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারে জাতিসংঘের তদন্ত দাবি করেছে ইউরোপের তিন প্রভাবশালী দেশ—ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি।
nagad-300-250
কিয়েভে রাশিয়া ইরানি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে বলে ইউক্রেনের পাশাপাশি আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো গত বেশ কিছু দিন ধরে অভিযোগ করে আসছে। খবর আনাদোলুর।
তবে ইরানি কর্মকর্তারা বারবার বলে আসছেন, তারা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়ার হাতে কোনো ড্রোন তুলে দেননি।
পশ্চিমা দেশগুলো এমন সময় ইরানের বিরুদ্ধে এ অভিযোগ করে যাচ্ছে, যখন আমেরিকা চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনকে এক হাজার ৮০০ কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করেছে।
ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি ইরানের বিরুদ্ধে ওই অভিযোগের পুনরাবৃত্তি করে বিষয়টি তদন্ত করে দেখার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।
কোনো কোনো ইউরোপীয় কর্মকর্তা এ দাবি তুলেছেন যে, ইরানি ড্রোন সরবরাহের কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘিত হয়েছে কিনা তা তদন্ত করে দেখতে হবে।
২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পর যে প্রস্তাবের মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সমঝোতাটি পাস করা হয় সেটি ২২৩১ নম্বর প্রস্তাব হিসেবে পরিচিত।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এ পর্যন্ত বহুবার রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ অস্বীকার করে এসেছেন।
Tag: English News lid news others world
No comments: