কোন আপাকে খোঁচা দিলেন বুবলী?
ঢালিউডের এ সময়ের সব চেয়ে চর্চিত চিত্রনায়িকা শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে বিয়ে, সন্তান গ্রহণ ইস্যুতে আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি। হঠাৎ করে বিয়ে ও সন্তান বিষয়ে প্রকাশ্যে এসেও মিডিয়াকে এড়িয়ে যাচ্ছেন তিনি। ফলে তাকে নিয়ে চলছে নানান কথা। এরই মধ্যে বৃহস্পতিবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক পেজে একটি ব্যতিক্রম স্ট্যাটাস প্রকাশ করলেন নায়িকা। কোন এক আপাকে ইঙ্গিত করে দিয়েছেন সেই পোস্ট।
নাম না বললেও সরাসরি একজন নারী নির্মাতার প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন এই অভিনেত্রী। নাম না উল্লেখ করায় নেটিজেনরা দ্বিধায় পড়েছেন। মূলত, বুবলীকে নিয়ে ওই নারী নির্মাতা কোথাও মন্তব্য করেছেন- যেটি সহজভাবে হজম করতে পারেননি বলেই এই প্রকাশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলী লিখেছেন, ‘আপা, আপনি একাধারে লেখিকা, পরিচালক, নাট্যকার, অভিনেত্রী এবং সাংবাদিকসহ নানান গুণে গুণান্বিত। আপনি অনেক সিনিয়র একজন ব্যক্তিত্ব আমাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে এবং আপনার দায়বদ্ধতা অনেক।
আপনাকে আমি সম্মান করি। কিন্তু যখন কোনো পার্টিকুলার বিষয়ে যেটা একান্তই কারো ব্যক্তিগত, সে বিষয়ে পুরোটা না জেনে কোথাও বিচারকের মতো কোনো বিচারমূলক কমেন্ট করেন, তখন আপনার কথার ভঙ্গিমা, শব্দের প্রয়োগ এবং একদিকে পক্ষপাতমূলক কমেন্টটা শুনলে বুঝতে আর বাকি থাকে না আপনি সেই বিষয়ে বা যাকে নিয়ে বলছেন সে ব্যক্তিকে প্রপারলি না জেনেই কমেন্ট করছেন।
আপনার এরকম আক্রমণাত্মক মনোভাব পোষণ করা কমেন্টটা দেখে অবাক হয়েছি যে, আমরা যাদের অভিভাবক ভাবছি তারা তাদের সকল সন্তানদের এক চোখে দেখেন না। দুঃখজনক। এভাবেই বড়দের কাছে ছোটরা শেখে।’
তবে কে সেই আপু এখনও পরিস্কার হয়নি মিডিয়ার কাছে।
No comments: