রানির ১৪টি ‘রেসের’ ঘোড়া বিক্রি করছেন রাজা চার্লস
ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের রেখে যাওয়া ১৪টি ঘোড়া বিক্রি করছেন তার ছেলে রাজা তৃতীয় চার্লস। ঘোড়াগুলো দৌড় প্রতিযোগিতার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সোমবার (২৪ অক্টোবর) থেকে ‘মূল্যবান’ এসব ঘোড়া স্থানীয় নিউমার্কেটের ট্যাটারসালস নিলাম হাউস থেকে নিলামের মাধ্যমে বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। সপ্তাহব্যাপী চলবে এ নিলাম প্রক্রিয়া, যেখানে প্রায় দেড় হাজার ঘোড়া তোলা হয়েছে।
ট্যাটারসালস নিলাম হাউসের মুখপাত্র জিমি জর্জ বলেন, ‘এটা সাধারণ ঘটনা। প্রতিবছর তারা (রাজপরিবার) ঘোড়া বিক্রি করে। রানির নিজের ব্রুড মেয়ারস ঘোড়া ছিল। তিনি সেগুলো বিক্রি করতেন। সব ঘোড়া ধরে রাখা সম্ভব নয়।’
জর্জ আরও বলেন, ঘোড়াগুলো বিক্রি করে দেয়া মানে এই নয় যে ঘোড়দৌড়ের সঙ্গে রাজপরিবারের আর সংযোগ থাকবে না। প্রতিবছরই মালিকরা তাদের কিছু ঘোড়া বিক্রি করে থাকেন। রাজাও ঠিক তা-ই করেছেন।
আরও পড়ুন: রাজা চার্লসকে বাকিংহাম প্রাসাদে নিতে খরচ ৪৩০০ কোটি টাকা!
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঘোড়া এবং ঘোড়ায় চড়ার প্রতি রানির ভালোবাসা ছিল। প্রথমবার ঘোড়ায় চড়ার মধ্য দিয়ে এই ভালোবাসা তৈরি হয়েছিল বলে মনে করা হয়।
বাবা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে বেশ কিছু ঘোড়া পেয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সেই থেকে ঘোড়ার প্রতি খুবই অনুরক্ত ছিলেন তিনি। রানিও ঘোড়া বিক্রি করতেন এবং সেটা বছরে মাত্র ৭টা। কিন্তু সঙ্গে সঙ্গে পছন্দমতো কিনেও আনতেন।
এসব ঘৌড়দৌড় থেকেও প্রচুর অর্থ আয় করতেন রানি। গত বছর অর্থাৎ ২০২১ সাল ছিল সবচেয়ে সফল বছর। ওই বছর রানির মোট ৩৬টি ঘোড়া ঘৌড়দৌড়ে জয়ী হয়েছিল এবং পুরস্কারের অর্থ ছিল ৫ লাখ ৯০ হাজার পাউন্ড।
Tag: English News others world
No comments: