পাকিস্তানের সঙ্গেও যোগ রয়েছে ঋষি সুনাকের
শুধু ভারত নয়, বংশগতভাবে পাকিস্তানের সঙ্গেও যোগ রয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। সেই যোগসূত্র ধরেই এ নিয়ে ভারতীয়দের পাশাপাশি উল্লাসে মেতেছে পাকিস্তানিরাও।
জন্মসূত্রে সুনাক ব্রিটিশ নাগরিক। তার জন্ম যুক্তরাজ্যের সাউদাম্পটনে। তার মা-বাবাও জন্মসূত্রে ভারতীয় নন। তাদের জন্ম কেনিয়ার নাইরোবিতে। সেখান থেকেই তারা যুক্তরাজ্যে পাড়ি জমান।
তবে দাদা-দাদির সুবাদে তাকে ভারতীয় বংশোদ্ভূত বলা যায়। কারণ, তার দাদা-দাদির জন্ম অবিভক্ত ভারতের গুজরানওয়ালায়। বর্তমানে জায়গাটা পাকিস্তানের পাঞ্জাবের অন্তর্ভুক্ত। সেদিক থেকে সুনাক পাকিস্তানি বংশোদ্ভূতও।
সোমবার (২৪ অক্টোবর) কনজ়ারভেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট সদস্যের সমর্থনে ঋষি যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার পরই উচ্ছ্বাস প্রকাশ করেন ভারতীয়দের অনেকেই। একইভাবে উচ্ছ্বাস দেখা যায় পাকিস্তানেও।
ঋষির দাদা রামদাস সুনাকের বাড়ি ছিল মূলত অবিভক্ত ভারতের গুজরানওয়ালায়। বর্তমানে জায়গাটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অধীনে। রামদাস সুনাক ১৯৩৫ সালে গুজরানওয়ালা ছেড়ে কেনিয়ায় চলে যান। এর দুই বছর পর ১৯৩৭ সালে কেনিয়ায় স্বামীর কাছে চলে যান তার দাদি সোহাগ রানী সুনাকও।
কেনিয়ার নাইরোবিতে সংসার পাতেন রামদাস ও সোহাগ রানী। সেখানে তাদের ছয় সন্তান, তিন ছেলে ও তিন মেয়ে জন্ম নেয়। ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন ঋষির বাবা যশবীর সুনাক। ১৯৬৬ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং লিভারপুল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন অধ্যয়ন শুরু করেন।
এরপর ১৯৭৭ সালে লিসেস্টারে উষাকে বিয়ে করেন যশবীর। তিন বছর পর ১৯৮০ সালে সাউদাম্পটনে যশবীর ও উষার কোল আলো করে জন্ম হয় ঋষির। তার বাবা-মা তাদের অবসর গ্রহণ পর্যন্ত একটি সফল ফার্মেসি ব্যবসা চালিয়ে যান।
Tag: English News Featured id news world
No comments: