সোমালিয়ার বিস্ফোরণে ছাত্র ও বেসামরিক নাগরিকসহ নয়জন নিহত
দক্ষিণ সোমালিয়ার বন্দর শহর কিসমায়োতে একটি হোটেলে বিস্ফোরণে ছাত্র ও বেসামরিক নাগরিকসহ নয়জন নিহত হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রোববার (২৩ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। জুব্বাল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ইউসুফ হুসেন ধুমাল বলেছেন, নিরাপত্তা বাহিনী তিনজন হামলাকারীকে হত্যা করেছে এবং বোমা বিস্ফোরণে চতুর্থজন নিহত হয়েছে।
আল জাজিরা জানায়, বিস্ফোরণে অন্তত ৪৭ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ইউসুফ হোসেন বলেন, যে হোটেলটিতে বিস্ফোরণ হয় সেটি একটি স্কুলের পাশে হওয়ায় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। ইউসুফ হোসেন জানান, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি হোটেলের গেটে ঢুকে পড়ে। পরে তারা বিস্ফোরণ ঘটায়। ইউসুফ হোসেনের দাবি আল-শাবাব জঙ্গিগোষ্ঠী এই হামলা চালিয়েছে।
এদিকে আল-শাবাবের মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব হামলার দায় স্বীকার করে বলেছেন, তাদের একটি দল হোটেল থেকে কাজ করা জুব্বাল্যান্ড অঞ্চলের প্রশাসকদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল।
আরও পড়ুন: সোমালিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ১৯
কিসমায়ো জুব্বাল্যান্ডের বাণিজ্যিক রাজধানী, দক্ষিণ সোমালিয়ার এই অঞ্চল আংশিকভাবে আল-শাবাব দ্বারা নিয়ন্ত্রিত। আল-শাবাব গত ১৫ বছরেরও বেশি সময় ধরে সোমালিয়ার সরকারকে উৎখাত করার চেষ্টা করছে এবং নিয়মিত বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।
এক দশক ধরে চলা হামলায় হাজার হাজার সোমালি নিহত হয়েছে। গত আগস্টে এই জঙ্গিগোষ্ঠী মোগাদিশুর জনপ্রিয় হায়াত হোটেলে ৩০ ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ এবং বোমা হামলা চালায় তারা। এতে ২১ জন নিহত ও ১১৭ জন আহত হয়।
Tag: English News lid news others world
No comments: