মিয়ানমারে দুদিনে ১২ সেনা হত্যা
মিয়ানমারে দুদিনে অন্তত ১২ জান্তা সেনাকে হত্যার দাবি করেছে পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)। সশস্ত্র গোষ্ঠীটি দেশটির মধ্যাঞ্চলে জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইনে হামলা চালায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরাবতি।
কয়েক মাস ধরেই রাখাইন, সাগাইন, কারেনসহ মিয়ানমারের বেশ কয়েকটি রাজ্যে সশস্ত্র বিদ্রোহীদের দমনে ব্যাপক আকারে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনী। চলমান অভিযানে বহু বিদ্রোহীও নিহত হয়েছে বলে দাবি করে সামরিক বাহিনী।
বুধবার (২৬ অক্টোবর) সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, মান্দালে, বাগো, সাগাইন, কায়াহ ও কোচিন রাজ্যে জান্তা বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীটি। এ সময় মান্দালেতে জান্তা সেনাদের নিয়ন্ত্রণে থাকা একটি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইনে হামলা চালায় পিডিএফ। এ সময় পাইপলাইনটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। এতে বেশ কয়েকজন জান্তা সেনাও হতাহত হয়।
আরও পড়ুন: মিয়ানমারের আশ্রয়প্রার্থীদের তাড়িয়ে দিচ্ছে মালয়েশিয়া
পিডিএফ এক বিবৃতিতে জানায়, জান্তা বাহিনীকে কারেন প্রদেশ থেকে হটাতেই জোরদার করা হয়েছে হামলা। থাইল্যান্ড থেকে পণ্য আমদানি-রপ্তানির জন্য ব্যবহার হওয়া গুরুত্বপূর্ণ এই রুটটির নিয়ন্ত্রণ জান্তা সেনাদের হাত থেকে ছিনিয়ে নেয়াই মূল লক্ষ্য বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।
এদিকে মিয়ানমারে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান। একই সঙ্গে দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি। বুধবার এক ভার্চুয়াল সম্মেলনে জান্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি এ আহ্বান জানান আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।
Tag: English News lid news others world
No comments: