ঘূর্ণিঝড় সিত্রাং টানা দুই দিনের বর্ষণে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত
টানা দু’দিনের বর্ষণে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বাগেরহাটে ঝড়োহাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টি হচ্ছে। রোববার (২৩ অক্টোবর) সকাল থেকে টানা দুই দিনের বৃষ্টিতে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।
জেলা সদরসহ উপকূলীয় উপজেলাগুলো রাস্তাঘাট, পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে। বাগেরহাট শহরের পুরাতন বাজার, রাহাতের মোড়সহ গুরুত্বপূর্ণ রাস্তায় জলবদ্ধতা দেখা দিয়েছে।
এদিকে, মোংলা বন্দরে পণ্য ওঠা-নামা বন্দ করে ৭ নম্বর বিপদসংকেত জারি করা হয়েছে।
জেলা চিংড়ি চাষি সমিতির সভাপতি ফকির মুহিতুর রহমান সুমন জানান, দুই দিনের বৃষ্টিতে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। কিছু মাছের ঘের ও পুকুর ইতোমধ্যে ঢুবে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে অনেক ক্ষতি হবে।
বাগেরহাট পানি উন্নয়বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ বলেন, সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বাগেরহাটে নদ-নদীতে জোয়ারের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। রাতে এটি আরও বাড়তে পারে। তাছাড়া টানা দুই দিনের বৃষ্টিতে বাগেরহাটের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল জানান, দুই দিনের টানা বর্ষণে জেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট, পুকুর তলিয়ে গেছে। এর মধ্যে রামপাল ও মোংলা উপজেলার মাছের ঘেরগুলোর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। আর কিছু সময় বৃষ্টি হলে এসব ঘের তলিয়ে যাবে। উপজেলা মৎস্য কর্মকর্তাদের সার্বক্ষণিক নজরদারির জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, আমাদের ৩৪৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ন এলাকার জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনা হচ্ছে। ২৯৮ মেট্রিকটন চাল ও নগদ ৪ লক্ষ ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে
Tag: English News politics
No comments: