Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » পাকিস্তানের বিপক্ষে জয়ে জিম্বাবুয়ের প্রেসিডেন্টের খোঁচা, জবাব দিলেন শাহবাজ শরিফ




পাকিস্তানের বিপক্ষে জয়ে জিম্বাবুয়ের প্রেসিডেন্টের খোঁচা, জবাব দিলেন শাহবাজ শরিফ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা যেন অঘটনেরই। নামিবিয়ার কাছে শ্রীলংকার হারের অঘটন দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ। এরপর নেদারল্যান্ডসের কাছে হেরে বিশ্বকাপকে বিদায় জানিয়েছে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম পর্বের দুই অঘটনে পর সুপার টুয়েলভেও ঘটছে এমন কিছু। আয়ারল্যান্ডের কাছে হেরেছে ইংল্যান্ডের মত শক্তিশালী দল। আর বৃহস্পতিবার শ্বাসরূদ্ধকর ম্যাচে আরও একটি অঘটনের জন্ম দিলো জিম্বাবুয়ে। শেষ ওভারের শেষ বলে এসে পাকিস্তানকে ১ রানে হারালো তারা। বিশ্বকাপে এই প্রথমবারের মতো পাকিস্তানকে হারালো শেভেরনসরা। যে কারণে এ জয়ে বাড়তি উন্মাদনায় মেতেছে জিম্বাবুইয়ানরা। ক্রেইগ আরভিন -সিকান্দার রাজাদের ভূয়সী প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন তারা। সেই উন্মাদনায় যোগ দিয়েছেন খোদ জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া। বৃহস্পতিবার রাতে পাকিস্তানকে ১ রানে হারানোর পর পরই জিম্বাবুয়ে দলকে অভিনন্দন জানিয়ে টুইট করেন নানগাগওয়া। জিম্বাবুয়ে প্রেসিডেন্ট লিখেছেন, ‘জিম্বাবুয়ের কী দুর্দান্ত জয়! শেভরনসরা (জিম্বাবুয়ে ক্রিকেট দলের তকমা), তোমাদের অভিনন্দন। পরের বার আসল মিস্টার বিনকে পাঠিয়ে দিও।’ মূলত: এমন টুইট করে পাকিস্তানকে খোঁচা মেরেছেন নানগাগওয়া। তা বুঝতে বাকি রাখেননি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সঙ্গে সঙ্গে পাল্টা জবাবও দিয়েছেন তিনি। শাহবাজ রিটুইট করেছেন, ‘আমাদের আসল মিস্টার বিন না থাকতে পারে, কিন্তু সত্যিকারের ক্রিকেটীয় চেতনা আছে। এবং আমরা পাকিস্তানিরা ঘুরে দাঁড়াতে অভ্যস্ত। জনাব প্রেসিডেন্ট, অভিনন্দন, আপনার দল আজ সত্যিই ভালো খেলেছে।’ প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে পার্থ স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩১ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমেও জয় ছিনিয়ে নিতে পারেনি পাকিস্তান। সিকান্দার রাজা ও ব্রাড ইভান্সের দুর্দান্ত বোলিংয়ের কাছে হেরে গেছে বাবর আজমের নেতৃত্বাধীন দল। সমান ২৫ রান দিয়ে ৩টি ও ২টি উইকেট শিকার করেছেন যথাক্রমে সিকান্দার রাজা ও ব্রাড ইভান্স।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply