আমি প্রথমবার এমন কিছু দেখলাম’
নাটকীয় শেষ ওভারে জিতল বাংলাদেশ। চাপ দারুণভাবে সামলে নিয়ে টাইগার সমর্থকদের মুখে হাসি ফোটালেন মোসাদ্দেক হোসেন সৈকত।
nagad-300-250
শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রানের। লেগবাইয়ে বাউন্ডারি ও গারাভা ছক্কা হাঁকিয়ে বাংলাদেশ শিবিরে কাঁপন ধরিয়ে দিলেন।
মোসাদ্দেকের পরের ফ্রি হিটেও ব্যাটে বল ছোঁয়াতে পারেননি মুজারাবানি। রোমাঞ্চকর ওভার শেষে জয়ের মুখ দেখল বাংলাদেশ।
তবে শেষ ওভারের এই রোমাঞ্চকর মুহূর্তে আগে শন উইলিয়ামস ও রায়ানের বার্লের গুরুত্ব জুটি ভেঙে দলকে খেলায় ফেরান পেসার তাসকিন।
আর শুরুতেই নিজের দুই ওভারে ২ উইকেট নিয়েছেন এ পেসার। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৯ রানে ৩ উইকেট শিকার করেছেন তিনি।
যে কারণে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাসকিনের হাতে।
পুরস্কার হাতে নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে উত্তেজনা আর ক্লান্তির মিশেলে বড় বড় নিঃশ্বাস ফেলছিলেন তাসকিন।
শেষ বলের উত্তেজনা প্রসঙ্গে হেসে দিয়ে তাসকিন বলেন, ‘আমি প্রথমবার এমন কিছু দেখলাম (নো বল)।’
১৯ রানে ৩ উইকেটসহ তিন ম্যাচে ৮ উইকেট শিকার করে এখন পর্যন্ত বিশ্বকাপের সুপার টুয়েলভে শীর্ষ উইকেট সংগ্রাহক তাসকিন।
জিম্বাবুয়ের বিপক্ষে পারফরম্যান্স নিয়ে তাসকিন বললেন, ‘আমরা সবাই নার্ভাস ছিলাম। এটা খুব ভালো ম্যাচ হয়েছে। এ জয় আমাদের জন্য খুব একটা সহজ ছিল না। আমি আমার বোলিংয়েই সব মনোযোগ দিয়ে রেখেছিলাম। যার সুফল পেয়েছি। উইকেট থেকে সুবিধা নিতে পেরেছি। উইকেটে বলের মুভমেন্ট ছিল। সেখান থেকে বাড়তি সহায়তা নিয়েছি। আসলে আমাদের দলের পেস আক্রমণটা দারুণ হয়ে উঠেছে। বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও অন্যান্য সহকর্মী বেশ সহায়তা করছেন এ ব্যাপারে। ফাস্ট বোলিংয়ে আমাদের উন্নতি পরিলক্ষিত। আশা করি আমরা আরও উন্নতি করব।’
ব্রিসবেনের গ্যাবায়ে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান তোলেন টাইগাররা।
জবাবে তাসকিন-মোস্তাফিজের বোলিং তোপে ৮ উইকেটে ১৪৭ রানে থেমেছে জিম্বাবুয়ে।
Tag: English News lid news national
No comments: