Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বিশ্বকাপে ভরাডুবি, ক্ষমা চেয়ে উইন্ডিজ কোচের পদত্যাগ




দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবার বিশ্বকাপের মূলপর্বে উঠতেই পারেনি। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফিল সিমন্স। আগামী ৩০ নভেম্বর পার্থে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ও ৮ ডিসেম্বর অ্যাডিলেইডে দ্বিতীয় টেস্টের পরে দায়িত্বের ইতি টানবেন সিমন্স। বিদায় বেলায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন সিমন্স, 'আমি স্বীকার করছি এটা শুধু দলের নয়, আমাদের গর্বিত জাতির জন্যও কষ্টের। এটা হতাশার এবং হৃদয়ে আঘাত করার মতো। আমরা যথেষ্ট ভালো ছিলাম না। এখন আমাদের মাঠের বাইরে বসে থেকে একটা টুর্নামেন্ট দেখতে হবে। এটা অগ্রহণযোগ্য এবং এজন্য আমি আমাদের ভক্ত ও অনুসারীদের কাছে অন্তর থেকে ক্ষমা চাইছি।' কোচ হিসেবে প্রথম মেয়াদে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্ব চ্যাম্পিয়ন (২০১৬) বানালেও দ্বিতীয় মেয়াদে তেমন কিছুই করতে পারেননি তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ব্যর্থ হলেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। বিদায় বেলায় তার প্রতি সম্মান জানিয়ে সিডব্লিউআই প্রেসিডেন্ট রিকি স্কেরিট বলেন, 'সিডব্লিউআইয়ের পক্ষ থেকে আমি ফিলকে প্রধান কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি তার নিবেদন ও পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতের জন্য জানাই শুভকামনা।' এবারের বিশ্বকাপের বাছাই পর্বে প্রথম ম্যাচে স্কটল্যান্ড ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে চার দলের মধ্যে সবার নিচে থেকে বিদায় নেয় ক্যারিবিয়ানরা। বিশ্বকাপের মঞ্চে এমন ভরাডুবির পরই পদত্যাগের ঘোষণা দেন সিমন্স।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply