বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-আফগানিস্তানের লড়াই
পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত। ছবি :সংগৃহীত
বৃষ্টির কারণে ব্রিজবেনে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হয়। অন্যদিকে পাকিস্তান ও আফাগানিস্তানের লড়াই মাঠে গড়ালেও শেষ করা সম্ভব হয়নি। বৃষ্টির কারণে এই ম্যাচটিও ভেস্তে গেল।
আফগানিস্তানের দেওয়া ১৫৫ রানের টার্গেটের জবাব দিতে পাকিস্তান নামলে বৃষ্টি শুরু হয়। তাদের ব্যাটিং তিন ওভার চলাকালীনই বৃষ্টি নামে। এরপর আর খেলো চালানোর সম্ভব হয়নি। রান তাড়ায় ১৯ রান করেই ড্রেসিংরুমে ফিরতে হয় পাকিস্তান ক্রিকেট দলকে।
আজ বুধবার বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রান করে আফগানিস্তান। এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল আফগানরা। এবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমে জয়হীন থেকে মাঠ ছাড়ে।
পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৫১ রান করেছেন মোহাম্মদ নবি। মাত্র ১৭ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ৫ বাউন্ডারি আর এক ছক্কায়। এ ছাড়া ৩৫ রানের ইনিংস খেলেন জাদরান। শেষ দিকে নেমে ২০ বলে ৩২ রানের কার্যকারী ইনিংস উপহার দেন উসমান গনি।
পাকিস্তানের হয়ে মাত্র ২৯ রান খরচায় দুটি উইকেট নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। সমান দুটি নিতে হারিস রউফ দিয়েছেন ৩৪ রান। সমান একটি করে নিয়েছেন শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ
Tag: English News games lid news world
No comments: