রাশিয়া ইচ্ছাকৃতভাবে শস্য রফতানি বাধাগ্রস্ত করছে, অভিযোগ জেলেনস্কির
উদ্দেশ্যমূলকভাবে ইউক্রেনের শস্য রফতানি বাধাগ্রস্ত করছে রাশিয়া। ফলে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশে বাধাগ্রস্ত হচ্ছে সরবরাহ। খবর রয়টার্সের।
শুক্রবার (২১ অক্টোবর) পুতিন প্রশাসনের বিরুদ্ধে এ অভিযোগ করেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। তার দাবি, শস্যবাহী দেড়শ’ জাহাজের পরিবহণ ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে মস্কো। যা জাতিসংঘের সাথে সাক্ষরিত চুক্তির লঙ্ঘন বলেও দাবি তার।
গেল জুলাইয়ে শস্য রফতানি চালুর পর থেকে এখনও পর্যন্ত ১১ মিলিয়ন টন শস্য রফতানি করেছে কিয়েভ। নভেম্বরে শেষ হবে এ চুক্তি। এ সময়ের ভেতর লক্ষ্যমাত্রা পূরণ বাধাগ্রস্ত করতেই মস্কোর এমন পদক্ষেপ বলে অভিযোগ জেলেনস্কির। এর মাধ্যমে বিশ্বব্যাপী খাদ্য সংকট আরও বাড়বে বলেও শঙ্কা জানান এ নেতা।
জেলেনস্কি আরও বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে একটা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করেছে। এতে বাংলাদেশ, মিসর, চীন, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে শস্য সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। জাতিসংঘ, তুরস্ক এবং আমাদের অন্য মিত্ররা বিষয়টি সম্পর্কে অবগত। মস্কোর এমন আচরণের ফলে বিশ্বব্যাপী লাখো মানুষ খাদ্য সংকটে রয়েছে এবং অভুক্ত থাকছে
Tag: English News lid news others world
No comments: