কনজারভেটিভ পার্টি প্রধানের লড়াইয়ে এগিয়ে ঋষি সুনাক
ব্রিটেনের কনজারভেটিভ পার্টি প্রধান হওয়ার লড়াইয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক। রোববার (২৩ অক্টোবর) আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, তার পক্ষে ১২৮ আইনপ্রণেতার সমর্থন রয়েছে।
অন্যদিকে, নিকটতম প্রতিদ্বন্দ্বী বরিস জনসনের পেছনে রয়েছেন ৫৩ জন টোরি। যদিও তার প্রচারক কমিটির দাবি, সংখ্যাটি ১০০ এর কাছাকাছি। লড়াইয়ে তৃতীয় অবস্থানে থাকা পেনি মরডান্টের পক্ষে রয়েছেন মাত্র ২৩ জন সংসদ সদস্য। খবর রয়টার্স ও এপির।
সোমবার দুপুর ২টা নাগাদ কনজারভেটিভ পার্টি প্রধানের পদে প্রার্থীতা চূড়ান্তের শেষ সময়। দলীয় সূত্রের বক্তব্য, দ্বিতীয় কোনো প্রার্থী নিজের পক্ষে ১০০ এমপির সমর্থন দেখাতে না পারলে ঋষি সুনাককেই পরবর্তী প্রধান হিসেবে ঘোষণা করা হতে পারে।
ব্রিটিশ গণমাধ্যমগুলো বলছে, নির্বাচনী প্রক্রিয়া শুরুর আগে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবং সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক মুখোমুখি বৈঠক করেছেন। জরিপ বলছে, ৩২৭ রক্ষণশীল এমপির মধ্য ২০৪ জন নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে ইচ্ছুক। গেলো সপ্তাহেই, অর্থনীতি সামলাতে অপারগতার দায় নিয়ে ক্ষমতা ছাড়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস।
No comments: